কেউ কেউ মন্দিরে প্রবেশের সময় শুদ্ধ মনে ঘণ্টা বাজান। আবার কেউ কেউ এমন রয়েছেন, যাঁরা মন্দির থেকে বেরনোর সময় ঘণ্টা বাজান। শাস্ত্র বলছে সঠিক উপায়ে মন্দিরের ঘণ্টা না বাজালে জীবনে বিপদ আসতে পারে। আপনি কি জানেন কোন সময় মন্দিরের ঘণ্টা বাজানো শুভ? স্কন্দ পুরাণ অনুযায়ী, মন্দিরে হওয়া ঘণ্টাধ্বনি যখন কোনও ব্যক্তির কানে প্রবেশ করে সেই সময় সেই স্থানে থাকা যে কোনও মানুষের শত জন্মের পাপ মোচন হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর নিয়ম রয়েছে। সেই সঙ্গে হিন্দু ধর্ম মতে পুজো-পাঠেরও বেশ কয়েকটি নিয়মকানুন রয়েছে। যা সকলকে মেনে চলার কথা বলা হয়। তার মধ্যে একটি হল মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানো।
মাথায় রাখতে হবে মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশের সময় একটানা ঘণ্টা বাজানো শুভ নয়। আসলে একবার বা দু’বার ঘণ্টা বাজানো শ্রেয়। সেই সময় ঈশ্বরের নাম বা যে কোনও মন্ত্র জপ করতে পারেন। আসলে মন্দিরে প্রবেশ করার সময় যদি কোনও ব্যক্তি ঘণ্টা বাজান, তা হলে সেই সময় দেবতারা জাগ্রত হন। আর সেই সময় সেখানে যিনি ঘণ্টা বাজান, তাঁর শরীরে ইতিবাচক শক্তিও সঞ্চারিত হয়। হিন্দু শাস্ত্রে এও বলা হয়েছে যে, মন্দির থেকে বের হওয়ার সময় যদি কোনও ব্যক্তি ঘণ্টা বাজান, তা হলে মন্দিরে ইতিবাচক শক্তি বিকশিত হতে পারে না।