জ্যোতিষ জগতে এখন বাবা ভাঙ্গার একটা বিশেষ পরিচিত নাম। তাঁর দেওয়া ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে, এমন বহু নিদর্শন আছে। ফরাসি জ্যোতিষবিদ ও ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুসের মতোই আগাম ভবিষ্যৎ বাতলে দেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে বাবা ভাঙ্গার। তাঁর করা বহু ভবিষ্যদ্বাণীই বিভিন্ন সময়ে সত্য প্রমাণিত হয়েছে। যদিও নস্ত্রাদামুসের তুলনায় বাবা ভাঙ্গা অনেক বেশি আধুনিক ও এসময়ের একজন। একসময় বজ্রাঘাতের কবলে পড়ে তাঁর দৃষ্টিশক্তি চলে যায়। কথিত আছে, তার পর থেকেই নাকি ভবিষ্যৎ দেখতে পাওয়ার অদ্ভুত ক্ষমতার অধিকারী হন তিনি। সাম্প্রতিক অতীতে আমেরিকার ৯/১১ হামলা হোক বা চেরনোবিল বিপর্যয় কিংবা ডায়ানার মৃত্যুর মতো তাঁর করা একাধিক গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী একের পর এক অদ্ভুত ভাবে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। তিনি চারটি রাশির আগাম ভবিষ্যৎ ব্যক্ত করেছেন। তাঁর মতে, ২০২৫-এ এই চারটি রাশির আর্থিক জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে।
- মেষ রাশি
মেষ রাশির জাতকেরা নিজের পরিশ্রমের ফল পাবেন। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, মেষ রাশির জাতকরা বিপুল সম্পদ লাভ করবেন আগামী মাসগুলিতে। চলতি বছর শেষ হওয়ার আগেই এই রাশির জাতকের কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। - বৃষ রাশি
যেকোনও কাজেই সাফল্য পাবে বৃষ রাশি। চলতি বছরেই বিপুল অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে আকাশ ছোঁয়া সাফল্য অপেক্ষা করে আছে বৃষ রাশির জাতকদের জন্য। শুক্র গ্রহের আধিপত্যে আর্থিক দিকটি চূড়ান্ত পর্যায়ে অবস্থান করবে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, আগামী মাসগুলিতে বৃষ রাশির ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে চলছে। - মিথুন রাশি
চলতি বছরে আর্থিক উন্নতির একাধিক সুযোগ মিলবে মিথুন রাশির। ধৈর্য ও পরিশ্রমের যথাযথ পুরস্কার পাবে এই রাশির জাতকরা। যেকোনও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার অদ্ভুত ক্ষমতা এই রাশির জাতকের অন্যতম দক্ষতা। মিথুন রাশিতে বুধের আধিপত্য থাকায় ভবিষ্যতের পরিকল্পনা সফল হবে। দলগত কাজে দারুণ উন্নতির সুযোগ রয়েছে। - সিংহ রাশি
চলতি বছরে বড় সাফল্য অপেক্ষা করছে সিংহ রাশির জন্য। আর্থিক উন্নতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। কর্মক্ষেত্রে প্রোমোশন ও বেতন বৃদ্ধি হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পাবেন। ব্যবসা থেকে অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। সিংহ রাশিতে সূর্যের আধিপত্য থাকায় আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতির সুযোগ রয়েছে।