হিন্দু ধর্ম পুনঃর্জন্মতে বিশ্বাস করে। হিন্দু পুরান বলছে, কর্ম অনুযায়ী মানুষ মৃত্যুর পড়ে স্বর্গ বা নরক গমন করে। এই নিয়ে নানা প্রশ্ন নানা মহলে আছে। হিন্দুধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে, মৃত্যুর পর আত্মা হয় স্বর্গ, না হয় নরকে যায়। যদি কোনও ব্যক্তির অকাল মৃত্যু হয়, তা হলে তাঁর ঠাঁই কোথায় হয় জানেন? গরুড় পুরাণে এই বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী অকাল মৃত্যুতে আত্মার মুক্তি হয় না। বরং গরুড় পুরাণে বলা হয়েছে যে, অকাল মৃত্যু হওয়ার অর্থ পাপ। কারণ, যে সকল ব্যক্তিদের অকাল মৃত্যু হয়, তাঁদের আত্মার মুক্তি মেলে না। অকাল মৃত্যুর আসল হল স্বাভাবিক সময়ের আগে আকস্মিক বা অস্বাভাবিক কারণে মৃত্যু।
অনেক ব্যক্তি এমন রয়েছেন, যাঁদের জীবনের সময় শেষ হওয়ার আগেই মৃত্যু হয়। অকাল মৃত্যুর হিসেবে ধরা হয় আত্মহত্যা, দুর্ঘটনা, বিষক্রিয়া, আগুনে পোড়া, জলে ডুবে যাওয়া বা সাপের কামড়ে মৃত্যুকে। যে ব্যক্তির অকাল মৃত্যু হয়, তাঁর আত্মাকে নানা কষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণে এমনটাই বলা হয়েছে। অকাল মৃত্যুর অর্থ ওই আত্মার আয়ু অসম্পূর্ণ। আসলে এসব ক্ষেত্রে আত্মার জীবনচক্র সম্পূর্ণ হয় না। যে কারণে ওই আত্মা স্বর্গে পৌঁছতে পারে না। পাশাপাশি তাঁর নরকেও ঠাঁই হয় না।