হিন্দু ধর্মে রাখির বিশেষ মহাত্ম আছে। এই দিনটি ভাই ও বোনেদের কাছে খুবই পবিত্র। এই দিনে ভাই ও বোন একে অপরের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। রাখি পরিয়ে ভাই বা দাদার জন্য শুভকামনা করেন। অন্যদিকে দাদা বা ভাই বোনকে কোনও একটি বিশেষ উপহার দিয়ে থাকেন। দাদার ভালো চেয়ে বোনের এই প্রার্থনাকে রাখি বন্ধন ছাড়াও রক্ষা বন্ধনও বলা হয়ে থাকে। এখানে রাখির সুতোই রক্ষাকারী প্রতীক হিসেবে গণ্য করা হয়। গোটা দেশজুড়েই পালন করা হয় রাখি পূর্ণিমা। স্থান বিশেষে এর বিভিন্ন নাম রয়েছে। যেমন বাংলায় এই বিশেষ উৎসবটি রাখি বন্ধন নামেই পরিচিত। অন্যত্র রক্ষা বন্ধন বলেও পরিচিত এই উৎসব।
রাখি বন্ধন বা রক্ষা বন্ধন প্রতি বছর রাধা কৃষ্ণের ঝুলনযাত্রার পর পালন করা হয়। ঝুলনের পর যে পূর্ণিমা তিথি পড়ে, সেই তিথিতে পালন করা হয় ভাই বোনের এই বিশেষ অনুষ্ঠান। কিন্তু চলতি বছর কবে পড়ছে রাখি বন্ধন উৎসব। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৮ আগস্ট, বেলা ১ টা বেজে ৫৫ মিনিটে ও শেষ হচ্ছে ৯ আগস্ট বেলা ১ টা ৩৯ মিনিট পর্যন্ত। অমৃত কাল – দিবা ঘ ৯/৩১ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ঘ ৮/১০ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৫৯ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ও ৩/৪৮ মধ্যে।