www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 27, 2025 8:26 pm

এমন ঘটনার নিদর্শন আগেও আছে। গুগল ম্যাপ মাঝে মাঝেই মানুষকে মহা বিপদে ফেলে।

এমন ঘটনার নিদর্শন আগেও আছে। গুগল ম্যাপ মাঝে মাঝেই মানুষকে মহা বিপদে ফেলে। আর এবার তো সোজা গাড়ি নিয়ে গেলো নদীতে। এবার সেই একই ঘটনা ঘটল নভি মুম্বইয়ে। শুক্রবার গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে সটান গিয়ে নদীতে পড়লেন এক তরুণী। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পরই তড়িঘড়ি ক্রেন দিয়ে গাড়িটিকে পাড়ে তোলা হয়। ওই মহিলা জানিয়েছেন, গুগল ম্যাপ দেখে মহারাষ্ট্রের বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন তিনি। উলওয়ের কাছে এসে একটি ব্রিজের উঠতে যাওয়ার সময় তাঁকে পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখানো হয়। সেই মতো গাড়ি নিয়ে ওই রাস্তায় যান তিনি।

এরপরই হঠাৎ গাড়ি-সহ নদীতে পড়ে যান তিনি। পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই তড়িঘড়ি একটি ক্রেন এনে গাড়িটিকে তোলা হয়। উল্লেখ্য, গত মাসে উত্তরপ্রদেশে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মান ফ্লাইওভারের উপর গাড়ি চাপিয়ে দিয়েছিলেন চালক। সেই ঘটনায় কেউ আহত না হলেও, গাড়িটি ফ্লাইওভারের মধ্যে ঝুলে যায়। এই ঘটনার পর গুগল ম্যাপের উপর বিশ্বাস করে গাড়ি চালানো কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্ন উঠেছিল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *