www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 27, 2025 9:29 am

বুধবার রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল মাউন্ট আবুর হোটেলে ঢুকে পড়ল একটি পূর্ণ বয়স্ক ভল্লুক

বুধবার রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল মাউন্ট আবুর হোটেলে ঢুকে পড়ল একটি পূর্ণ বয়স্ক ভল্লুক। প্রকাশ্যে এসেছে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা গিয়েছে, হোটেলের রিশেপসন হিসাবে ব্যবহৃত ঘরটিতে ঢুকে পড়েছে প্রকাণ্ড চেহারার রোমশ প্রাণীটি। ঘটনাটি বুধবার ঘটেছে। ঘটনাস্থল মাউন্ট আবুর চৌধুরী গলির একটি হোটেল। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাত ২টো বেজে ৫৫ মিনিট নাগাদ হোটেলের মূল দরজা ঠেলে ঢুকে পড়ছে ভল্লুকটি।

এরপর রিশেপসনের জন্য ব্যবহৃত ঘরটিতে ঢোকে ভল্লুকটি। ঘরজুড়ে নিজের মতো ঘুরে বেড়ায় সে। এক সময় সেখানে রাখা চৌকির উপরেও উঠে পড়ে। যদিও পছন্দসই কিছু না পেয়ে সাড়ে চার মিনিটের অভিযান শেষে সেটি হোটেল থেকে বেরিয়ে যায়। সৌভাগ্যের কথা হল, ভোর-রাতে ভল্লুক যখন হোটেলে ঢোকে তখন সেখানে হোটেলের লোক কিংবা পর্যটক কেউ ছিলেন না। সেই কারণেই কেউ হাতহত হননি। রাজস্থান-গুজরাট সীমান্তে আরাবল্লি পর্বতের দক্ষিণ অংশে অবস্থিত মাউন্ট আবু। বন দপ্তর জানাচ্ছে, পাহাড় লাগোয় সংরক্ষিত বনাঞ্চলে বর্তমানে ৩৫০টি এশিয়ান ভল্লুক রয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *