একেই বলে হয়তো অফবিট নিউজ। সম্প্রতি নেট দুনিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ কেন কেউ এত পরিমাণ দুধ দিয়ে স্নান করছেন? জানা গিয়েছে, ওই যুবকের নাম মানিক আলী। তিনি অসমের নলবাড়ি এলাকার বাসিন্দা। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার পর ‘স্বাধীনতা’ উদযাপনের জন্য ওই যুবক এমন কাজ করেছেন বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে দুধ দিয়ে স্নান করছেন মানিক। সার দিয়ে রাখা রয়েছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে। সবমিলিয়ে থাকা ৪০ লিটার দুধ দিয়ে স্নান করলেন ওই যুবক।
সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আজ থেকে আমি স্বাধীন।” ভিডিওটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে অন্তত দু’বার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। এদিকে দুধ দিয়ে স্নান করতে করতে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, “সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি পরিবারের দিকে তাকিয়ে কোনও ঝামেলা বা অশান্তিতে যায়নি।” তিনি আরও জানান, গতকাল উকিল তাঁকে জানান আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।