www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 5, 2025 9:30 pm

বুধাদিত্য যোগের ফলে বহু রাশির ভাগ্যে আলাদা করে উন্নতির রেখা দেখা যায়। প্রতিটি গ্রহ নিদের চলার পথে একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন

বুধাদিত্য যোগের ফলে বহু রাশির ভাগ্যে আলাদা করে উন্নতির রেখা দেখা যায়। প্রতিটি গ্রহ নিদের চলার পথে একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন। সেভাবেই বুধ আর সূর্যও নিজের অবস্থান পাল্টাতে থাকেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। এদিকে, আসন্ন সময়ে ঘটতে চলেছে বুধাদিত্য যোগ। এই যোগ তৈরি হবে সিংহ রাশিতে। দেখা যাক, এই যোগ সিংহ রাশিতে গঠিত হতেই কারা কারা লাভ পাবেন।

  • ধনু – এই রাজযোগের ফলে ভাগ্যে আসবে চমক। পড়ুয়াদের জন্য এই যোগ বেশ লাভদায়ী। আপনার ভাগ্যে এই সময় চমক আসন্ন। অনেকেই উচ্চ শিক্ষা গ্রহণে লাভ পাবেন। কাজের সূত্রে এই সময় কোথাও যেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় করতে পারেন। এই সময় আপনি মান সম্মান আর প্রতিষ্ঠা পাবেন। বহু ধার্মিক কাজে আসবে রুচি। কোথাও তীর্থ যাত্রা করতে পারেন। ব্যবসায় লাভ হবে। আর চাকরিরতদের ভালো লাভ হবে।
  • সিংহ-

এই রাশির জাতক জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস বাড়বে। এই রাজযোগ আপনার রাশিতে লগ্নভাবে হবে। আপনার কাজ করার ধরণে আসবে পরিবর্তন। এই সময় আপনার মান সম্মান প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। চাকরিরতরাও এই সময় পরিশ্রমের পুরো ফল পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালো হবে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। বৈবাহিক জীবনে কোনও মাধুর্য আসতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

  • তুলা

আপনাদের জন্য বুধাদিত্য যোগ খুবই লাভদায়ী। এই সময় বিনিয়োগের দিক থেকে এই বুধাদিত্য যোগ বেশ লাভদায়ী। এই সময় আয়ের দিক থেকে ব্যাপক লাভ হতে পারে। শেয়ার বাজার, সাট্টা আর লটারির দিক থেকে এই সময় পাবেন লাভ। আর্থিক লাভের নতুন রাস্তা পাবেন। সরকারি ক্ষেত্রে যাঁরা কাজ করবেন, তাঁরা পাবেন বিশেষ লাভ।

কবে রয়েছে এই যোগ?

এই যোগ রয়েছে অগস্ট মাসে। ফলে জুলাই ঘুরলেই অগস্টে এই বুধাদিত্য যোগে দুর্গাপুজোর আগে লাভের মুখ দেখতে পারেন বহু রাশির জাতক জাতিকারা

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *