www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 20, 2025 11:40 am

ভগবান রামচন্দ্র ছিলেন মানুষের জীবনের পথপ্রদর্শক। তাঁর বাণীর মধ্যে আছে পথের দিশা।

ভগবান রামচন্দ্র ছিলেন মানুষের জীবনের পথপ্রদর্শক। তাঁর বাণীর মধ্যে আছে পথের দিশা। তেমনই কয়েকটি বাণী আজকে আমরা স্মরণ করবো।

  • জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।

🌹 দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে।

🌹গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ?যখন মোহ ত্যাগ করবে,তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।

🌹 শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করোনা।

🌹 ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়।

🌹 মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।

🌹 সত্যই এ জগতের নিয়ন্ত্রক,সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে।

🌹 মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারে না।

🌹 চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে,হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে,সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না।

🌹 শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *