ভগবান রামচন্দ্র ছিলেন মানুষের জীবনের পথপ্রদর্শক। তাঁর বাণীর মধ্যে আছে পথের দিশা। তেমনই কয়েকটি বাণী আজকে আমরা স্মরণ করবো।
- জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম।
🌹 দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে।
🌹গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ?যখন মোহ ত্যাগ করবে,তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।
🌹 শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করোনা।
🌹 ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়।
🌹 মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।
🌹 সত্যই এ জগতের নিয়ন্ত্রক,সত্যেই ধর্ম প্রোথিত হয়ে আছে।
🌹 মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে পারে না।
🌹 চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে,হিমবন বরফশুন্য হয়ে পড়তে পারে,সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না।
🌹 শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয়।