প্রতি বছরের মে মাসটি গ্রহের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মে মাসে পাপী গ্রহ রাহু মীন রাশি থেকে বেরিয়ে গিয়ে কুম্ভে অবস্থান করে। কুম্ভ হল শনিদেবের রাশি। ফলে, কুম্ভে এই সময় রাহুর অবস্থান ভীষণ তাৎপর্যপূর্ণ। জ্যোতিষ গণনার দিকে দৃষ্টিপাত করলে নজরে পড়বে, ১৮ মে, রবিবার রাহু মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভে প্রবেশ করবে। রাহু ১৮মে বিকেল ৪টে ৩০মিনিটে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভে ঢুকবে। এই সময় ৩ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বদল হবে।
- মকর – এই রাশির জাতক-জাতিকাদের এমন সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকদিনের শখ, ইচ্ছে পূরণ করতে পারে রাহু। টাকা পয়সা নিয়ে থাকা স্বপ্ন পূরণ হতে পারে। শত্রুরা এই সময় আপনার সামনে মাথানত করতে বাধ্য হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে এগোবে।
- ধনু – ধনু রাশির জাতক-জাতিকাদেরও এই সময় ভাগ্য ঘুরে যাওয়ার সম্ভবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের হারানো মান সম্মান ফেরত পাওয়ার সম্ভবনা রয়েছে। অনেকদিন ধরে চলা ঝামেলা এই সময় শেষ হতে পারে। জীবনে মানসিক শান্তি আসতে পারে। পরিবারের সঙ্গে এই রাশির ব্যক্তির সম্পর্ক আগের থেকে ভালো হবে।
- কন্যা – কন্যা রাশির জাতক-জাতিকাদের এই সময়টা বেশ ভালো কাটবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সফল হবেন। কোনও আটকে থাকা কাজও এই সময় শেষ হতে পারে। রাজনীতির ক্ষেত্রে বিরাট লাভ হতে পারে। শুধু তাই নয়, আইনি মামলা চললে সাফল্য মিলবে। চাকরিতে সমস্যা যদি চলে, তা কেটে যাবে। পাশাপাশি বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আপনার হাতে আসবে।