ধর্ম নিয়ে উক্তি বা ধর্ম নিয়ে বাণী-গুলো কি ধর্ম সম্পর্কে আপনার বোঝার চ্যালেঞ্জ বা সমর্থন করে? ধর্ম জ্ঞানের ক্ষেত্র, মূল থিম এবং অন্যান্য ঐচ্ছিক থিমগুলির সাথে কীভাবে আন্তঃসংযোগ করে সে সম্পর্কে উক্তি-গুলো কী প্রকাশ করে? ধর্মীয় উক্তি বা ধর্ম নিয়ে উক্তি আমাদেরকে ধর্ম সম্পর্কে ভালোভাবে জানতে সহায়তা করে। তাই আমার সবারই উচিত ধর্ম নিয়ে উক্তি বা ধর্মীয় উক্তি পড়া বা জানা।
ধর্ম নিয়ে উক্তি, ধর্মীয় উক্তি, ধর্ম নিয়ে বাণীঃ
১) কর্তব্য সম্পাদনই ধর্ম।
- ম্যাক্স মুলার
২) জগতে তুমি মানুষকে যা কিছু দাও, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পথিককে পথ দেখান, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম।
-ডাঃ লুৎফর রহমান
৩) মানবতাই মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত।
-বার্নার্ড রাসেল
৪) ধর্মের ব্যাপারে যারা অন্ধ, তারা কখনাে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না।
-বার্নার্ড রাসেল
৫) ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের মর্ম তারা জানে না। – ডঃ মুঃ শহীদুল্লাহ
৬) যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।
-রবীন্দ্রনাথ ঠাকুর
৭) সেই ধর্মই যথাৰ্থ যাতে সব মানুষের কল্যাণ নিহিত।
-হান্না মুরু
৮) একটি ধর্ম আরেকটি ধর্মের মতোই সত্য।
-রবার্ট বার্টন
৯) যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি? – হুমায়ূন আহমেদ
১০) আসবার কালে কী জাত ছিলে, এসে তুমি কী জাত নিলে। – লালন