‘সান্থারা’ পালন জৈন ধর্মের একটি প্রচলিত রীতি। ‘সান্থারা’ পালনের মধ্য দিয়ে মৃত্যুকে ডেকে আনা হয়। আধ্যাত্মিক পথে সবচেয়ে কম বয়সি এক শিশুর মৃত্যু হল মধ্যপ্রদেশের ইন্দোরে। ওই শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, জৈন ধর্ম মতে ‘সান্থারা’ পালন করে মৃত্যু হয় শিশুটির। মাত্র তিন বছর বয়সে বিনয়া জৈন সর্বকনিষ্ঠ সান্থারা পালনকারী বলে জানা গিয়েছে। শুক্রবার ওই শিশুর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। এদিকে সবচেয়ে কম বয়সে সান্থারা মেনে মৃত্যুবরণ করে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে বিনয়ার। কিন্তু কেন এত কম বয়সে মৃত্যুবরণ?
পরিবার সূত্রে জানা গেছে, ইন্দোরের বাসিন্দা তিন বছরের বিনয়ার ব্রেন টিউমার ধরা পড়ে গত বছরের ডিসেম্বর মাসে। এরপর একাধিক জায়গায় তার চিকিৎসা করা হয়। মুম্বইয়ের একটি হাসপাতালে অপারেশনও হয়। সাময়িকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর ওই শিশুর মা-বাবা এক জৈন গুরুর সঙ্গে দেখা করেন গত ২১ মার্চ। সেখানেই ধর্মীয় রীতি পালনের মধ্যে দিয়ে ওই শিশুর মৃত্যু পালনের পরামর্শ দেওয়া হয়। অসুস্থ বিনয়ার মা-বাবা দু’জনেই তথ্যপ্রযুক্তি দপ্তরের কর্মী। বিনয়ার মা বলেন, “দিনদিন বিনয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এমন সময় রাজেশ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করি। তিনিই সান্থারা পালনের পরামর্শ দেন। এরপরই পরিবারের সম্মতিতে সান্থারা পালন করার সিদ্ধান্ত নিই। এই রীতি পালনের দশ মিনিটের মধ্যে বিনয়ার মৃত্যু হয়।”