www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 4, 2025 4:07 pm

বিশ্ব দুটো মহাযুদ্ধ দেখেছে। এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেন আর ইজরাইল ও হামাসের যুদ্ধ দেখছে

বিশ্ব দুটো মহাযুদ্ধ দেখেছে। এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেন আর ইজরাইল ও হামাসের যুদ্ধ দেখছে। অদূর ভবিষ্যতে হয়তো ভারত ও পাকিস্তানের যুদ্ধও দেখবে। কোনো যুদ্ধ বছরের পর বছর ধরে চলে। তাইবলে মাত্র ৩৮ মিনিটে যুদ্ধ শেষ! যেখানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় ৪ থেকে ৬ বছর ধরে হয়েছিল, সেখানেই সবথেকে কম সময়ের যুদ্ধ হয়েছিল মাত্র ৩৮ মিনিটের। এই যুদ্ধ হয়েছিল ব্রিটেন ও জ়াঞ্জিবারের মধ্যে। বর্তমানে এই জাঞ্জিবার তানজানিয়ার অংশ। ১৮৯৬ সালের ২৭ অগস্ট এই যুদ্ধ হয়েছিল রাজনৈতিক মতপার্থক্যের কারণে। মাত্র ৩৮ মিনিটেই ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়ে যায়।

ইতিহাস বলছে, ১৮৯৩ সালে ব্রিটেন সঈদ হামাদ বিন থুওয়ানিকে জ়াঞ্জিবার দেখভালের জন্য পাঠায়। ১৮৯৬ সালের ২৫ অগস্ট তাঁর মৃত্যু হয়। হামাদের মৃত্যুর পর তাঁর ভাইপো খালিদ বিন বারঘাস নিজেকে জ়াঞ্জিবারের সুলতান বলে ঘোষণা করে। ব্রিটেন এই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল। তারা চেয়েছিল হামাদের খুড়তুতো ভাই হামোদ বিন মহম্মদ পদে বসুক। খালিদ নিজের পদ বাঁচাতে প্রাসাদের চারপাশে ৩০০০ সেনা মোতায়েন করে। এই খবর পেয়েই ২৭ অগস্ট ব্রিটেন জ়াঞ্জিবারে হামলা করে। যুদ্ধ শুরু হতেই ৩৮ মিনিটে খালিদের সেনা আত্মসমর্পণ করে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *