এই মুহূর্তে আলাদা করে ঠাকুরঘর কমই হয়। বিশেষ করে দুই বা তিন কামড়ার ফ্ল্যাটে আলাদা ঠাকুরঘর না করে অনেকেই একটি ঘরে ঠাকুরের আসন পাতেন। সে যাই হোক না কেন ঠাকুরঘরকে পরিছন্ন রাখতে হবে। বাড়ির ঠাকুরঘর সকলের কাছেই কিন্তু অত্যন্ত পবিত্র একটি জায়গা। এখানে যদি আপনি কিছুক্ষণ বসে ধ্যান করেন, তাহলে মানসিক শান্তি পাবেন, আবার আপনার তবে ভুল করেও ঠাকুরঘরে এই জিনিসগুলি রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। জীবনে নানান সমস্যা আসতে পারে।
- ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি –
ভুলেও আপনার বাড়ির ঠাকুরঘরে দেবতাদের কোনও ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি রাখবেন না। এগুলি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ঘিরে ধরবে। বাড়িতে ঝগড়া, অশান্তি সকলের সঙ্গে সকলের লেগে থাকবে। - টাকা, পয়সা রাখবেন না –
ঠাকুরঘরে টাকা, গয়না, যেকোনও মূল্যবান জিনিস না রাখাই ভালো। শুনে নিশ্চয়ই অবাক লাগছে। তবে এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। যেহেতু টাকা, পয়সা বা যেকোনও মূল্যবান জিনিস আপনি কিন্তু আপনার সিন্দুক কিংবা ব্যাংক কিংবা আলমারিতে রাখতে পারেন। তাই মূল্যবান জিনিস পত্র ঠাকুরঘরে রাখা উচিত নয়। এতে কিন্তু আপনার ঘরে সমস্যা দেখা দেবে। এগুলি রাখবেন না। - চামড়ার জিনিস –
ঠাকুরঘরে কখনোই কোনও চামড়ার জিনিস, চামড়ার ব্যাগ, কিংবা হাড় জাতীয় কোনও জিনিস রাখবেন না। এতে আপনার খুব অসুবিধার মধ্য দিয়ে পড়তে হবে। অর্থহানি হতে পারে। কারণ এই চামড়ার জিনিসে কিন্তু মৃত প্রাণীদের চামড়া ব্যবহার করা হয়। যা কিন্তু আপনার ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট করতে পারে। এতে আপনার সংসারের উপর নেতিবাচক শক্তি ঘিরে ধরবে। - মোবাইল, টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না –
ঠাকুরঘরে ভুলেও কোনও রকম মোবাইল, টিভি কিংবা ইলেকট্রনিক্সের কোনও জিনিস রাখবেন না। এই জায়গাটা কিন্তু আধ্যাত্মিক জায়গা। এখানে শুধু ঠাকুরের জিনিসপত্র রাখুন। আর এই ঠাকুরঘরে এসে আপনি যখন ধ্যান করবেন, তখন আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। যদিও বা আপনি কখনও পুজোর সময় ঠাকুরঘরে মোবাইল নিয়ে আসেন, তাহলে তাক সাইলেন্ট মোডে করে রেখে দেন কিংবা ঠাকুর ঘরের বাইরে রাখুন। নোংরা, ছেঁড়া জামাকাপড় রাখবেন না। - ঠাকুর ঘরে ভুলেও কোনও নোংরা জামা কাপড় কিংবা কোনও কাপড় রাখবেন না –
এতে ঠাকুর ঘর কিন্তু নোংরা হয়ে যায়। এমনিতেই বলা হয়, ঠাকুরঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এমন কি বাসি ঠাকুর ঘর রাখা উচিত ন। নিত্যদিন ঠাকুর ঘর পরিষ্কার করা উচিত। এতে ভগবানের বিশেষ কৃপা ভাবেন আপনি। তাই কোনও নোংরা কাপড় ও ঠাকুর ঘরে রাখবেন না।