www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 1, 2025 7:46 pm

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে পঞ্জিকা মতে শুভ সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার উদ্ঘাটন করলেন দিঘার জগন্নাথ মন্দিরের।

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে পঞ্জিকা মতে শুভ সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার উদ্ঘাটন করলেন দিঘার জগন্নাথ মন্দিরের। এই মন্দিরে চারটি প্রবেশ দ্বার আছে। প্রতিদিন এখানে ভোগ বিতরণ হবে, ধ্বজা উড়বে। বেদ ও পুরানের সমস্ত নিয়ম মেনেই আচার অনুষ্ঠান করে শুভ সূচনা হলো জগন্নাথ মন্দিরের। এই মন্দিরে প্রথমে আছে তরুণ স্তম্ভ। তরুণ স্তম্ভ দিয়ে প্রবেশ করেই সিংহদুয়ার, পরে ব্যাঘ্রদুয়ার। এছাড়াও আছে হস্তিদুয়ার ও অশ্বদুয়ার।

পুরীর মন্দিরের মতো এখানেও আছে গর্ভগৃহ, জগমোহন, নাটমন্ডপ ও ভোগমন্ডপ। গত কয়েকদিন ধরেই চলছিল মহাযজ্ঞ। গত মঙ্গলবার প্রধান যজমান হিসাবে অংশ নেন মুখ্যমন্ত্রী। এবার দিঘার বিভিন্ন ব্যবসায়ীরা লাভবান হবে বলেই সকলে মনে করছেন। ভারতের অন্যতম একটি ধৰ্মীয় পীঠস্থান হয়ে উঠলো দিঘা। এই মন্দিরে সমস্ত ধর্ম ও বর্ণের মানুষেরা প্রবেশ করতে পারবে, পুজো প্রার্থনা করতে পারবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘা এবার হয়ে উঠবে একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র ও তীর্থস্থান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *