লক্ষ্মীপুজো শেষ। বাঙালি এবার অপেক্ষা করছেন কালী পুজোর জন্য। পয়লা নভেম্বর পড়েছে দীপাবলি উৎসব। আর এই উৎসবের জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। দীপাবলির উৎসবে গনেশ ও লক্ষ্মী বিশেষভাবে পূজিত হন। তাই দীপাবলির আগে নিজের বাড়িকে লক্ষ্মীর বসবাসের উপযোগী করে তুলতে ভারতীয় জ্যোতিষের কিছু পরামর্শ মেনে চলে হবে। যেমন –
১) দীপাবলির আগেই বাড়ি, ঘর পরিষ্কার করুন। বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তিনি এখানে আপনার বাড়িতে বাস করেন। তাই যদি আপনার ঘর পরিষ্কার না থাকে, তাহলে মা লক্ষ্মীর আপনার বাড়িতে বিরাজ করবেন না ।
২) বন্ধ ঘড়ি বাড়িতে রাখা একদমই ঠিক নয়। আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে, তা এখনি ফেলে দিন। বন্ধ ঘড়ি বাড়িতে রাখলে আপনার বাড়িতে অশান্তির পরিবেশ করবে।
৩) ঠাকুরঘর পরিষ্কার করে নিয়মিত ধূপ দিন।
৪) বাড়িতে কখনোই ভাঙা আয়না রাখবেন না। দীপাবলির আগেই এটি বাড়ি থেকে ফেলে দেন। এটা খুব অশুভ বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনের আগেই আগেই বাড়ি থেকে ভাঙা জিনিস ফেলে দিন।
৫) ভাঙা আসবাবপত্র ঘরে রাখবেন না। দীপাবলির আগে ঘর থেকে ভাঙা আসবাবপত্র সরিয়ে ফেলুন। কারণ এতে ঘরের সুখ শান্তি নষ্ট হতে পারে।
৬) দেব দেবীর ভাঙা মূর্তি ঘরে রাখলে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।