হিন্দুদের শ্রেষ্ঠ ধৰ্মীয় উৎসব দুর্গাপুজো। ধর্মপ্রাণ মানুষ খুবই নিষ্ঠা সহকারে পালন করে দুর্গাপুজোর ধৰ্মীয় আচার। জ্যোতিষ মতে এই পুজোর সময়, বিশেষ করে অষ্টমী ও নবমীতে বাড়িতে আনুন কয়েকটি জিনিস। পরিবারের সুখ নেমে আসবে।
১) পবিত্র জিনিস – বলা হয়, এই দুইদিন আপনি যদি বাড়িতে কোনও পবিত্র জিনিস আনেন। যেমন শঙ্খ বা কোনও ঠাকুরের ছবি বা চাল, এগুলো কেনা অত্যন্ত শুভ। এতে মা দুর্গার বিশেষ কৃপা আপনি পাবেন ।
২) পিতলের কলসি – অষ্টমী ও নবমীর দিন পিতলের কলসি বাড়িতে আনলে সারা বছরই দেবী দুর্গার কৃপা আপনার উপর থাকবে। এমন কি ভাগ্যের দ্বার খুলবে । অর্থহানি কখনোই হবে না। বাবা-মায়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে।
৩) ময়ূরের পালক – অষ্টমী ও নবমীর মধ্যে যেকোনও একদিন আপনি যদি বাড়িতে ময়ূরের পালক কিনে আনেন, তাহলে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে।
৪) মহিলাদের সাজের জিনিস –
দুর্গাপুজোর সময় যদি আপনি বাড়িতে আপনার যে মহিলারা রয়েছেন, তা আপনার স্ত্রী, মা, বোন যেই থাকুক, তার জন্য যদি আপনি সাজের জিনিস কিনে আনেন, তাহলে দেবী দুর্গা খুব খুশি হবেন। তাছাড়া এই কাজ করাও কিন্তু খুব শুভ বলেও মনে করা হয়।
৫) রুপোর মুদ্রা – দুর্গাপুজোর অষ্টমী ও নবমী তিথিতে একটি রুপোর মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ রুপো অত্যন্ত শুভ ধাতু। তাই এসময় আপনি যদি রুপোর মুদ্রা কেনেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে, আর্থিক