www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 10, 2025 6:02 pm

মুসলিম ধর্মালম্বী অনেকের বাড়ির দেওয়ালে, বাড়ির দরজার উপরে বা অন্য কোথাও ৭৮৬ সংখ্যাটি লেখা দেখতে পাওয়া যায়

মুসলিম ধর্মালম্বী অনেকের বাড়ির দেওয়ালে, বাড়ির দরজার উপরে বা অন্য কোথাও ৭৮৬ সংখ্যাটি লেখা দেখতে পাওয়া যায়। ইসলাম বিশ্বাস অনুসারে এই সংখ্যার মাহাত্ম্য অনেক। অত্যন্ত পবিত্র সংখ্যা এটি বলেও মনে করা হয়। ইসলাম ধর্মালম্বীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই একটা সংখ্যা। ৭৮৬ সংখ্যাটির ইসলাম মতে গুরুত্ব কী? মুসলিম মতে জগতের সর্বময় কর্তা আল্লাহর সঙ্গে কী সম্পর্ক এই সংখ্যার?

৭৮৬ সংখ্যাটির একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ইসলাম মতে বিশ্বাস, কোরানের সারবর্তা ব্যক্ত করা রয়েছে ‘বিসমিল্লাহ হেররহমানির রহিম’ মধ্যে। আর ৭৮৬ সেই ‘বিসমিল্লাহ হেররহমানির রহিম’কেই ব্যক্ত করে। এটি একটি আরবি বাক্য বন্ধ। ‘বিসমিল্লাহ হেররহমানির রহিম’ ছোট করলে দাঁড়ায় ৭৮৬। সেই কারণেই এই সংখ্যা মুসলিম ধর্মালম্বীদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। সেই কারণে কোনও কিছুর আগে ‘বিসমিল্লাহ হেররহমানির রহিম’ লিখতে ৭৮৬ লেখা হয়। মনে করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম ধর্মালম্বীদের মধ্যে এই সংখ্যার গুরুত্ব সর্বাধিক। নতুন কিছু শুরু করার আগে তাই ৭৮৬ লিখে নেন ধর্মপ্রাণ মুসলিমরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *