www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 14, 2025 6:14 pm

সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী বিষয়টা খুবই দুশ্চিন্তার। বর্তমানে বিশ্বের ১৫০টির বেশি দেশের অন্তত ৩৩ কোটি মানুষ এই ধুলোঝড়ের জেরে প্রভাবিত।

সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী বিষয়টা খুবই দুশ্চিন্তার। বর্তমানে বিশ্বের ১৫০টির বেশি দেশের অন্তত ৩৩ কোটি মানুষ এই ধুলোঝড়ের জেরে প্রভাবিত। যা স্বাস্থ্য তো বটেই অর্থনীতি ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল রাষ্ট্রসংঘের বিশ্ব মৌসম বিভাগ (WMO)। ডব্লুএমও-এর প্রতিনিধি লরা প্যাটারসন রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিবছর প্রায় ২ বিলিয়ন টন ধুলো নিগর্ত হয়, যা ৩০০ টি গিজা পিরামিডের সমান। এবং বিশ্বের ৮০ শতাংশের বেশি ধুলো উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে আসে। এটি মহাদেশ ও মহাসাগর অতিক্রম করে হাজার হাজার কিলোমিটার বিস্তৃত।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং বলেন, জলবায়ু পরিবর্তন, ভূমিক্ষয়-সহ আরও একাধিক কারণের জেরে এই ধরনের ঝড় বিশ্বজুড়ে অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এই ঝড়ের জেরে সৃষ্ট ধুলো-বালি প্রতিবছর ৭০ লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটায়। ফুসফুসের পাশাপাশি হৃদরোগের সমস্যা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, ধুলো ঝড় ফসলের উৎপাদন ২৫ শতাংশ কমিয়ে দেয়। যার জেরে ক্ষুধা ও অভিবাসন সমস্যা তৈরি হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *