www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 14, 2025 5:55 pm

সামনেই আসছে নতুন বাংলা বছরের দ্বিতীয় মাস, জ্যৈষ্ঠ৷ এই মাস বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ

সামনেই আসছে নতুন বাংলা বছরের দ্বিতীয় মাস, জ্যৈষ্ঠ৷ এই মাস বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ৷ জ্যৈষ্ঠমাসেই পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস৷ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র৷ লোকনাথবাবার তিরোধান দিবসে তাঁর পুজো অর্চনা করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে।

এ বছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের ৩ জুন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি জন্মাষ্টমী৷ ভক্তদের বিশ্বাস, তাঁর আবির্ভাব এবং তিরোধান তিথি ভক্তি ও নিষ্টা ভরে পালন করলে তাঁর আশীর্বাদ বর্ষিত হয়৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *