www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 29, 2025 6:22 pm

বাংলার অন্যতম প্রাচীন ধৰ্মীয় সভ্যতার নগর পানিহাটি ও খড়দা। এখানে আছেন বেশ কয়েকটি প্রাচীন শিবের মন্দির।

বাংলার অন্যতম প্রাচীন ধৰ্মীয় সভ্যতার নগর পানিহাটি ও খড়দা। এখানে আছেন বেশ কয়েকটি প্রাচীন শিবের মন্দির। যেমন –

১) জটিলেশ্বর শিব মন্দির –

এই মন্দিরটির অবস্থান পানিহাটি ফেরীঘাট এর সন্নিকটে। এই মন্দিরটির প্রতিষ্ঠার সাল না জানা থাকলেও মন্দিরটির বয়স প্রায় ১০০ বছরের কাছাকাছি।ধরে নেওয়া যায় বিংশ শতকের গোড়ার দিকে।মহাদিদেব শিবের অনেক নামের মধ্যে জটিলেশ্বর নামটি অন্যতম। এখানে মহাদেবের জটা থেকে জল নির্গমন অথবা জটিল ঈশ্বর অর্থকেই বোঝানো হয়েছে। শোনা যায় আগে এই স্থানে আগে সুর্কীর কল ছিল। এই কলের মালিকানা ছিল কোলকাতার কোনো এক সাধুখাঁ ব্যবসায়ীদের হাতে। এই মন্দির তাঁরাই এখানে নির্মাণ করেন। তবে এই সাধুখাঁ আর যাদের সাধুখা ঘাট তাঁরা এক পরিবার কিনা সেই নিয়ে মতভেদ রয়েছে।

মন্দিরে দুইবেলা পূজা হয়। প্রতিদিন সন্ধেবেলা সন্ধ্যারতি হয়। শিবরাত্রি, নীলপূজা খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয়। এই মন্দিরের নিত্যসেবায় নিযুক্ত রয়েছে সেবাইত বঙ্কু বিহারী বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি এই মন্দিরে প্রায় ৪০ বছর ধরে নিত্য সেবা করছেন।

২) রায় চৌধুরীদের শিবমন্দির
জমিদার রায় চৌধুরীদের চারটি শিব মন্দির অবস্থান করছে পানিহাটী বাজার সংলগ্ন রাস মঞ্চের পাশে।নাটোরের রানী ভবানীর দেওয়ান শ্রী গৌরীচরণ রায় চৌধুরীর পুত্র জয়গোপাল রায় চৌধুরী কাশীতে গিয়ে বহু দান-ধ্যান করেন ও সাধু-সন্ন্যাসী ভোজন করান। দেশে ফিরে এসে তিনি বহু দান, মন্দির প্রতিষ্ঠা, রাস্তা, ঘাট প্রতিষ্ঠা, ব্রহ্মোত্তর দান, জলাশয় প্রতিষ্ঠা করেন।

৩) ত্রাননাথ শিব মন্দির
পানিহাটি ত্রাননাথ কালী মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হন ত্রাণনাথ বন্দোপাধ্যায়ের পিতা জনৈক নশিরাম বন্দ্যোপাধ্যায়। ত্রাণনাথ বন্দোপাধ্যায় গঙ্গার ঘাটে যে মন্দিরে তাঁর বাবা নশিরাম বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পূজারী হয়ে, সেই মন্দিরটির আমূল সংস্কার করে গড়ে তোলেন আজকের ত্রাননাথ কালী মন্দিরটি। সেখানেই আজও পুজো হয় দেবী ভবানীর। মন্দিরে প্রতিষ্ঠিত সুসজ্জিতা কষ্টি পাথরের মায়ের রম্য মূর্তিটি ছোট হলেও দেখতে খুবই সুন্দর। পঞ্ছচূড় বিশিষ্ট এই মন্দিরের কারুকার্য ভাস্কর্য শিল্পের এক সুন্দর নিদর্শন।
মন্দিরের সামনের চত্বরে পূর্বদিকে গঙ্গারদিকে মুখ করে তিনটি শিব মন্দির প্রতিষ্ঠিত। গঙ্গার পাশে শিব মন্দিরত্রয় “মহাকাল” নামে পরিচিত। এই তিনটি শিব মন্দিরের সাথে মূর্তি স্থাপন করা হয় যা এখন পানিহাটির মধ্যে এক পবিত্র স্থান।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *