www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 14, 2025 3:51 pm

বিষয়টা ভাবলে চমকে যেতে হয়। ডাকাতির কথা তো আমরা হামেশাই শুনি, কিন্তু 'চুল ডাকাত' এটা আশ্চর্যের বটে

বিষয়টা ভাবলে চমকে যেতে হয়। ডাকাতির কথা তো আমরা হামেশাই শুনি, কিন্তু ‘চুল ডাকাত’ এটা আশ্চর্যের বটে। অন্যদিকে আবার মানুষের সাধারণ মাথার চুলের দাম এক কোটি টাকা – তাই বা কম আশ্চর্যের কি? নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ভোলাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায়, গাড়িতে এক কোটি টাকা মূল্যের মাথার চুল ছিল। সবটা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের আজ মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু কেন এই ঘটনা, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। বিশেষ করে এক কোটি মূল্যের এই চুল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, শালিমার স্টেশন থেকে মাথার চুল ভর্তি গাড়ি নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার উদ্দেশ্যে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আরও জানা যায়, নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙ্গার কাছে ব্যবসায়ীদের ওই গাড়ি পৌঁছলে আরেকটি গাড়ি একেবারে আড়াআড়ি ভাবে সেটির পথ আটকে দাঁড়ায়। চুল ভর্তি গাড়ির চালক কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক তাতে উঠে পড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তিপুরের কাছে একেবারে মাঝ রাস্তাতেই চালককে নামিয়ে সমস্ত চুল এবং গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *