৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হল সবুজ সংঘ ক্লাবে Independence Day Celebration)। মহাসমারোহে সকালে ক্লাব প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়। গেরুয়া, সবুজ, সাদা বেলুনে সাজিয়ে তোলা হয় ক্লাবের সামনে।
এইদিনটি পালনের জন্য উপস্থিত ছিলেন (Sabuj Sangha)ক্লাব সভাপতি সুমিত বন্দ্যোপাধ্যায়, কার্যকারী সভাপতি নিশিকান্ত পাঁজা, সম্পাদক বাপী বোস, সহ সম্পাদক সুজয় কোনার সহ ক্লাব সদস্য ধীরাজ বন্দ্যোপাধ্যায়, নবীন সরকার, নয়ন সরকার সহ সকল সদস্যেরা।
পতাকা উত্তোলনের পাশপাশি বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, দৃষ্টিহীন আবাসিক স্কুলের সকল সদস্যদের এদিন টিফিন খাইয়ে মহত করে তোলা হয়।
ক্লাব সম্পাদক বাপী বোস বলেন, আজকের দিনটি আমাদের কাছে বিশেষ দিন। আমরা পতাকা তুলে শুধু স্বাধীনতা দিবস পালনে সীমাবদ্ধ থাকিনি, সমাজের পিছিয়ে পড়া মানুষদের ক্লাবের সাধ্যমতো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করেছি।