www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 4, 2024 8:47 am
কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)

রাজ্যে ত়তীয়বার ক্ষমতায়া আসার পরেই রাজ্যের মানুষের কাছে পরিষেবা পৌছিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (chief minister mamata banerjee) দুয়ারে সরকার (dware sarkar) প্রকল্পের ধাঁচে দুয়ারে রেশন (dware ration) প্রকল্প চালু করে।

রাজ্যে চালু হওয়া দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রকল্প খারিজ করল ডিভিশন বেঞ্চ।

রাজ্যে ত়তীয়বার ক্ষমতায়া আসার পরেই রাজ্যের মানুষের কাছে পরিষেবা পৌছিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (chief minister mamata banerjee) দুয়ারে সরকার (dware sarkar) প্রকল্পের ধাঁচে দুয়ারে রেশন (dware ration) প্রকল্প চালু করে।

এই প্রকল্প চালু হতেই গত বছর অগস্ট মাসে রেশন ডিলারদের (ration dealers) একটা অংশ হাইকোর্টে (calcutta highcourt) মামলা করে। তাঁদের বক্তব্য ছিল, এইভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে দাবি করেন ডিলাররা।

কিন্তু সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা (justice amrita sinha) ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ দুয়ারে রেশন প্রকল্পকে বেআইনি বলে রায় দিয়েছে। যা রাজ্যের ক্ষেত্রে বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে।

মামলাকারী শেখ আবদুল মাজেদ বলেন, ‘জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী হল দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালাচ্ছিল। কখনও ডিলারদের ভয় দেখিয়ে, জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য সরকার। এদিন প্রকল্পটাকেই বেআইনি ঘোষণা করেছে আদালত।’

একুশের ভোটের ইস্তেহারে দুয়ারে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, দোকানে গিয়ে আর রেশন নিতে হবে না মানুষকে। রেশন পৌঁছে যাবে পাড়ায়, মহল্লায়। তার পরিকাঠামো নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। বহু জায়গায় এই প্রকল্প সে ভাবে শুরুও করা যায়নি। তবে যে সমস্ত জায়গায় তা শুরু হয়েছিল, সেখানেও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *