বারাণসীর গঙ্গার ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী, রাজ্যপালকেও কালো পতাকা দেখায় তৃণমূল। এ বার মমতা নিজে দেখেছেন।’’
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিজেপি নেতার মন্তব্য, ‘‘এ বার বুঝুন কালো পতাকা দেখালে কেমন লাগে।’’ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের নেত্রীকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের স্লোগানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে দিলীপের মন্তব্য, নারী কেন, উনি তো বাঘিনী।’’
অন্য দিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বারাণসীর ঘটনা প্রসঙ্গে দুষেছেন বিজেপি-কে। তিনি বলেন, ‘‘বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে। উত্তর প্রদেশে মমতার উপস্থিতিতে পা কাঁপছে নরেন্দ্র মোদীর। সে জন্যই এই সব করতে হচ্ছে।’’